শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

অনুগল্প : ব‍্যবসা

অনুগল্প
********
ব‍্যবসা
*******
শ‍্যামল মন্ডল
************
১৯/১০/২০১৮
***********
ছেলে বড় হয়েছে নয় ক্লাসে পড়ছে , ছেলের বাবা দিনমজুর , দিনের শেষে বাজার হয় , বাবার কষ্ট সইতে না পেরে ছেলে একদিন বাবাকে বলল আজকের মজুরী টা আমাকে দাও আমি পাউরুটির ব‍্যবসা করবো সাইকেলে করে হাটে হাটে বেচবো , সপ্তাহে তো দুদিন , বাকি দিন গুলোতো রইলো পড়াশুনার জন‍্য , বাবা দেখলো ছেলেতো মন্দ বলেনি , যদি ওর পড়ার খরচটা হয় , সকাল সকাল সকাল ছেলেটি কারখানায় গিয়ে বাক্স ভরে পাউরুটি নিয়ে বাড়ির পথে চলছে , পথে কিছুটা আলপথ আছে , ছেলেটি দৈহীক দুর্বল হলেও কর্মে চঞ্চল , যা হওয়ার তাই হোল আলপথ গড়িয়ে পাউরুটি ধানক্ষেতে কাদা মাখামাখি ।।

Previous
Next Post »