শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

অঘ্রাণের চাষি

অঘ্রাণের চাষি
*************
শ‍্যামল মন্ডল
************
২৫/১০/২০১৮
**************
ধানের শীষে পাক ধরেছে
                          চাষির মুখে হাসি ,
ধানের গোলা ভরবে এবার
                           বস্তা রাশি রাশি ।
বোঝাই করে গরুর গাড়ি
                      চলবে ধানের হাটে ,
বেচার শেষে গাঁয়ের চাষি
                      ভরবে টাকা গাঁটে ।
আনবে কিনে বাজার থেকে
                     নতুন জামা কাপড় ,                            
আনবে আরো মন্ডা মিঠাই
                   খাস্তা ভাজা পাঁপড় ।
পিঠে পুলি ক্ষীর আর পায়েস
                    আর যা বাকি আছে ,
হয়তো এবার পৌছে যাবে
                     সবার মুখের কাছে ।
অঘ্রাণে তাই চাষির ঘরে
                     ভাসবে সুধার ঘ্রাণ ,
নতুন করে বাঁচার আশা
                  জাগবে চাষার প্রাণ।

Previous
Next Post »