শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ভূত ও ভবিষ্যত - শ্যামল মণ্ডল

 ভূত ও ভবিষ্যত

**************

শ্যামল মণ্ডল 

ভুত বলে তুই ভবিষ্যত ঘাপটি মেরে দুরে থাক, বর্তমানের ছলচাতুরী দেখবি না চোখ বন্ধ রাখ।

দেখবি সে কাল ভুত হবে ঠিক ভাবনা কিছু করিস না,

সময়টা ঠিক বদলে যাবে কদিন পরেই দেখিস তা।

ও ভূতো তুই বুঝবি নারে তাই চোখে তোর পর্দা টান, 

আজ আছে যা ভবিষ্যতে কাল হবে তা বর্তমান।

ভবিষ্যতে যা থাকে তা ভাবলে যে হয় স্বর্গবাস

একদিনে সব বদলে গিয়ে কাল হয়ে যায় সর্বনাশ।


হায় রে কেমন ভবিষ্যত ভুত হতে তার বড়ই সখ

স্বর্গ লোভী রাত পোহাতেই বের করে ঠিক শ্বাপদ নখ।

Previous
Next Post »