শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ভুত পালাল ঐ

ভুত পালালো ঐ
********?*****
শ‍্যামল মন্ডল
************
০৬/১১/২০১৮
*************
ভুতরাত দুপুরে ভুত এসেছে ঐ ,
পুড়ছে বাজি ফুটছে যেন খৈ !
পেত্নী রাণীর জীওন কাঠি সরিয়ে দিলো ঐ ,
ভুতের রাজা ঐ দেখা যায় ঐ !
মামদো ভুতো কৈ ?
মামদো গেছে মামার বাড়ি
খ‍্যাংড়া ভুতো ঐ ,
ঐ দেখা যায় শেওড়া গাছে শাক চুন্নির ছা ,
রকেট বাজি ভীষণ পাজি
জ্বলছে যেন গা ,
পোড়ার মুখো হুলো বেড়াল ম‍্যাও করেছে ঐ ,
এই সেরেছে কে এসেছে
দল ভরেছে ঐ !
চালতা গাছে ডাইনি বুড়ি একলা ভাজে খৈ ,
পেচা পেচীর ভয়ে বুড়ি দৌড় মেরেছে ঐ ,
তাই না দেখে ডাক ডাকিনির নাচন গেল কৈ ?
আলোর মালা ফুল ঝড়িয়ে পড়ছে যেন ঐ ,
ভুত পালালো ঐ !!

Previous
Next Post »