শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : কল্প দেশের রাজা

কল্প দেশের রাজা
****************
শ‍্যামল মন্ডল
************
০৬/১১/২০১৮
*************
কল্প দেশের রাজা তিনি
                            মস্ত বড়োলোক ,
জীভের ডগায় পান চিবিয়ে
                        দেখান রাঙা চোখ।
অল্প অল্প গল্প ফেঁদে
                           তল্পি বাহক নিয়ে ,
রাজদরবার চালান ভালো
                         মিথ‍্যা ভাষণ দিয়ে ।
প্রজার ঘাড়ে খাজনা বাড়ে
                       আয়ের খাতায় কম ,
পেয়াদার দল কায়দা করে
                         তাগাদায় দেয় দম ।
ফসল ফলায় ধকল সয়ে
                          খাজনা ওঠা দায় ,
পেয়াদার ভয়ে গরিব চাষি
                        পথ খুঁজে না পায় ।
মন্ত্রীরা সব যন্ত্রী হয়ে
                        বেহালায় দেয় তান ,
অফিস বাবু কফির সাথে
                            চুরুটে দেয় টান ।
সুপ্ত প্রজা ক্ষিপ্ত হলে
                          রাজার ভাঙে ঘুম ,
দৃপ্ত কন্ঠে দেন ঘোষনা
                              উন্নয়নের ধূম ।

Previous
Next Post »