শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : কাজের মাসি(২)

কাজের মাসি (২)
****************
শ‍্যামল মন্ডল
*************
১১/১১/২০১৮
*************
কাজের মাসি কাজের মাসি
কাজ করে যাও অহর্নিশি,
পয়সা কতো পাও ?
ধনী লোকের ঘরে ঘরে।
কাজ করে যাও বছর ধ'রে,
অর্ধাহারে,অনাহরে দিন কাটিয়ে যাও!
বাসন মাজা কাপড় কাঁচা,
সবই করো নিজে.
নানান পদের রান্না করে,
পাওনা খেতে নিজেই !
মনে কষ্ট কি'যে !
বাসার সবাই চাকুরীজীবী,
কেউ থাকেনা ঘরে,
ওদের শিশু হচ্ছে মানুষ
তোমার কোলে চ'ড়ে ।
তোমার বাবু কেঁদে মরে
নাওনা তুমি কোলে,
রাগ করবে বাবু মশাই-
শান্তনা দাও ব'লে!
বুড়ো বুড়ির সেবা-যত্ন
তুমিই করে যাও ,
উপরি কিছু পাও ?

Previous
Next Post »