জীবন ধারা
**********
শ্যামল মন্ডল
************
১৬/১১/২০১৮
*************
সুখে দুখে মনে রেখো থাকবে না একই চিরকাল ,
কখনো আসবে সকাল আবার কখনো আসবে বিকাল ।
আশায় ভরে যাবে মন দুরাশারে দুরে
ঠেলে দাও ,
যদি আসে গো ব্যথা তাকে বুকে টেনে নাও ।
দিবস হলে অবসান ক্ষণিকের আঁধারে থেমে যেও না,
সে তো সময়ের ফের তাই যেন ভয় পেও না ।
সরিয়ে দাও অন্তরে ঘুমিয়ে থাকা মনের কালো ,
অচিরে আসবে ফিরে উজ্জ্বল রূপোলী চাঁদের আলো ,
ঝড় এসে চলে যাবে মনে কিছু রেখো না,
ভালোবাসা দিও তারে কভু দুখি হতে যেও না ।
খুশি মনে তাই গেয়ে যাও জীবনের জয়গান ,
সাজিয়ে তোল অন্তরে এক সুন্দর ফুলের বাগান ।( গানটি লিখলাম , কে যে সুর দেবে 😁😁😁😁😁 !!!!)
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)