শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : কালো

কালো
******
শ‍্যামল মন্ডল
*************
০৩/১১/২০১৮
**************
কালো কালো নিকষ কালো
                          কয়লা জানি হয় ?
মনের কালো শ্রেষ্ঠ কালো
                           তার উপরে নয় ।
যতই ঘষো কয়লা তবু
                       থাকবে হয়ে কালো ,
মনের ময়লা ঘষলে পরে 
                      জ্বলবে মনে আলো ।
কয়লা জ্বেলে আগুন জ্বলে
                      ভরায় পেটের খিদে ,
মনের ময়লা শুদ্ধ হলে
                          মনটা হবে সিধে ।
যত পারো ফর্সা করো
                       মনের ময়লা যতো ,
ভালবাসায় পূর্ণ হবে
                       থাকলে মনে ক্ষত ।
            ©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »