শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা: মাতাল মিনসে

মাতাল মিনসে
*************
শ‍্যামল মন্ডল
*************
০২/১২/২০১৮
**************
মিনসে রে তুই কইসনে কথা
                             অনেক সইয়েছি ,
এবার থেইকে জবাব পাবি
                               ঝাঁটা ধইরেছি ।
জমিন বেচা পণের টাকা
                            হজম কইরাছিস ,
আবার গরম দেখাইছিস ?
মদের নেশায় বুদ হইয়াছিস
                         কে কইরেছে মানা ,
জুয়া খেইলে সব হারাইলি
                         বেবাক সোনা-দানা।
সুযোগ পাইলে হাত উঠাইবি
                               সহ‍্য হয়না আর,
বল দোষটা হইলো কার ?
সকাল হইলে বেইরে পরিস
                           কার দুয়ারে যাস ?
রাত্তির হইলে হেইলে দুইলে
                       আসিস ক‍্যানে পাশ ?
দেইখলে তোরে গা জ্বইলে যায়
                       এই কথা কি বুঝিস ?
আবার গরম দেখাইছিস ?

Previous
Next Post »