শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা :- সকাল হলেই

সকাল হলেই
************
শ‍্যামল মন্ডল
************
২৯/১২/২০৮
************
লজ্জা শরম মাথায় ওঠে
                           সুর্য ওঠার সাথে ,
এক এক করে চলে সবাই
                         বদনা নিয়ে হাতে ।
এদিক-ওদিক খুঁজে বেড়ায় 
                       থাকলে কোন ঝোপ ,
একটু খানি আড়াল পেলেই
                    খোলে গোপন খোপ ।
বদনা ভরে জল নিয়ে যায়
                     কাজ সেরে তা ঢালে,
নাক ঢাকা তাই গন্ধ যে নাই
                     শুকনো কাঁচা মালে
ভনভনিয়ে মাছি ওড়ে
                    গুবড়ে পোকায় খায় ,
উড়েই আবার সেই মাছিতে                                
                            রান্না ঘরে যায় ।
নতুন স্বাদের তৃপ্তি নেওয়া
                        সব জীবেরই ধর্ম ,
মাছিও তাই সুযোগ পেয়ে
                      মেটায় স্বাদের কর্ম ।
বৃষ্টি হলে যায় গড়িয়ে
                        শান বাঁধানো ঘাটে ,
পুকুর জলে রোগ জীবাণুু
                          স্বাস্থ‍্য ওঠে লাটে ।।

                 © শ‍্যামল মন্ডল

Previous
Next Post »