শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৫৩) কবিতা : ছোট্ট আমি

ছোট্ট আমি
🌞🌞🌞🌞
শ্যামল মন্ডল
☂☂☂☂☂☂
ছোট্ট শিশু বলে আমায়
                         আদর করে মায় ,
কোল বাছি না বলে সবাই
                    কোলে কোলে চায়
কোন বোধের ধার ধারিনা
                        হাসতে ভালবাসি ,
আপন মনে খেলতে থাকি
                      দেখে সবাই খুশি ।
খিদে পেলে কান্না জুড়ি
         খেলা ফেলে হাত পা ছুড়ি ,
যতই আদর করনা কেন
            লাগবে সবই দখলদারি ।
তোমরা তখন বুঝতে পেরে
                  মায়ের কোলে দাও ,
মায়ের দুধে মিটিয়ে খিদে
                  ভরিয়ে খুশি নাও
খেলার ছলে এদিক সেদিক
                     চলতে থাকা চাই ,
মন ভোলানো হাসি খুশি
                  বিলিয়ে দিয়ে যাই
সারা জীবন আমি যেন
                    ছোট্ট হয়ে থাকি ,
সবার আদর স্নেহ যেন
                   সদাই মনে রাখি।।

Previous
Next Post »