শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৬২) কবিতা : চাষার লড়াই

চাষার লড়াই
🌿🌿🌿🌿
শ্যামল মন্ডল
🌿🌿🌿🌿
১৮/১১/২০১৭
♧♧♧♧♧♧
ঠান্ডা ভেজা সকাল বেলা
                            আকাশ ভরা মেঘ ,
শীতের পরশ লাগাম দিয়ে
                           নিম্নচাপের বেগ
ঝিরঝিরে বৃষ্টি ঝরে
                           চাষির মনে ভয় ,
সোনার ফসল ক্ষেতে ভরা
                           ভীষণ ক্ষতির ভয়
কেটে রাখা ধানের  আঁটি
                           রাখা আছে মাঠে ,
বৃষ্টি ভেজা সোনার ফসল
                           গজিয়ে যাবে মাঠে ।
এবার বুঝি পড়বে ক্ষেতে
                           পাঁকা ধানে মই  ,
নতুন ধানের পিঠে-পুলি
                           পাচ্ছে নাকো থই
বছর খোরাক জলেই যাবে
                           লোনের টাকা ধারে ,
চাষার লড়াই বাঁচার লড়াই
                           সারা জীবন ধরে ।।

Previous
Next Post »