শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৬৪) কবিতা : নষ্ট মেয়ে

নষ্ট মেয়ে
🚴🚴🚴
শ্যামল মন্ডল
⛹⛹⛹⛹⛹⛹
২৭/১২/২০১৭
^^^^^^^^^^^^^^
আমি নাকি নষ্ট মেয়ে
                   গাঁয়ের লোকে বলে ,
এমন কথা ভালোই লাগে
                  নিজের কানে শুনলে ।

কোন সাহসে বলবে তারা
                 সৎসাহস কি আছে ?
কত ওজর খাটিয়ে ছিল
                 একটু পেতে কাছে ।

যখন আমি ছোট্ট ছিলাম
                  তখন থেকেই নজর ,
সুযোগ মতো যেমন খুশি
                   চলতো তাদের ওজর

যদিও আমি ছোট্ট ছিলাম
                   বুদ্ধি ছিল বেশি ,
আবোল তাবোল দেখলে তাদের                     
                    চালিয়ে দিতাম ঘুশি ।

সেই থেকে যে ডানপিটে নাম          
                    চাপলো নামের আগে ,
ডানপিটেতে দু:খ কিসের
                    খুশির বাতাস লাগে ।

আমি যেমন বদলে গেছি
                    বদলে গেছে সবাই ,
এই সমাজে বাঁচলে গেলে
                    নষ্ট মেয়েই চাই ।।

Previous
Next Post »