শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৪৯) কবিতা : ট্রেন যাত্রা

রেলযাত্রা
🚠🚡🚠🚡
শ্যামল মন্ডল
💐👍👍👌👌
০২/১২/২০১৭
🚅🚄🚄🚄🚄
ঘটাং ঘটাং করে চলল গাড়ি ,
কখনো একাৎ কখনো ওকাৎ ,
হঠাৎ না হই পকাৎ
উপরের জায়গা বেশ মজাদার ,
নাই কোন দাবিদার যা পেয়েছি
যাত্রাকালে তা সবই আমার ,
ঘুমিয়ে ছিলাম হাত পা ছেড়ে ,
হঠাৎ কে যে উঠলো তেড়ে ,
আমার সীটে তুমি কে হে ?
জলদী সীট টা ছাড়ো ,
ধড়ফড়িয়ে উঠে দেখি ,
একই সীটে দুজন নাকি ?
তা কি করে হয় !
সারা রাত্রী সফর শেষে
পড়লাম ধরা টাটা এসে !
টিকিট দুটো মেলাতে গিয়ে
দেখছি তাদের বাতিল টিকিট
যাত্রা ভঙ্গ হোল তাদের ভুলের
মাসুল দিতে ,
কাঁচা ঘুমের সোহাগ নিতে মন
বাড়ালাম শুতে।।

Previous
Next Post »