শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৩৮) গুণীন

গুণীন
😜😜😜
শ্যামল মন্ডল
★★★★★★
ছাতিম গাছে ভূতের বাসা
                          সন্ধ্যা হলেই ভয় ,
গাছের তলায় ছমছমে ভাব
                     পাড়ার গুণীন কয়
গাঁয়ের শেষে শেওড়া গাছে
                      পেত্নী নাকি আছে ,
বাচ্চা বুড়ো কেউ যায়না
                    ভয়ে গাছের কাছে।
গাঁয়ে কারো সর্দি জ্বরে
                   একটু কাহিল হলে ,
গুণীন মশাই বলেন এযে 
                     ভূতের গন্ধ মেলে ।
কি আর করা ভূতে ধরা
                      ভয়ে মানত করে ,
দুদিন ধরে ঝাড় ফুঁকেতে
                     ভূত পালাল দুরে ।
তেমন কোন অসুখ যদি
                না ছাড়ে ঝাঁড় ফুঁকে ,
নিদান তখন ধরাই আছে
                  বাণ মেরেছে বুকে ।
থালা পড়ায় নামায় বিষ
                    কুকুরে কামরালে ,
জলাতঙ্ক হলেই বলেন
                       মরন কর্মফলে ।
সাপের বিষ তো দুচার ফুঁয়ে
                     সবাই সেরে যায় ,
একদুজনের মরণ হলেই
                      মা মনসার দায়
এমনি করে গুণীন মশাই
                          মহাগুণী হন ,
গাঁয়ের যত ভূতে ধরা
            এক নিমেষে ছাড়ান ।।

Previous
Next Post »