শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৬৩) কবিতা : শীতের খুশি

শীতের খুশি
🎺🎸🎸🎸
শ্যামল মন্ডল
📢📢📢📢📢
৩০/১১/২০১৭
★★★★★★
শীত পড়েছে তাই
                    শীতেরই গীত গাই ,
সদলবলে দুরভ্রমনে
                    বেড়িয়ে পড়া চাই
পাহাড় চূড়ায় ঝর্না ধারায়
                    নয়তো বরফ হ্রদে ,
ঘরে ঘরে শীতের আমেজ
                    জমছে নানান পদে।
সাগর তটে ভীড় জমেছে
                     বছর শেষের ডাকে ,
ঝোপে ঝাড়ে শিয়াল গুলো
                     হুক্কাহুয়া হাঁকে।
শীতল হাওয়ায় মন ভিজানো
                     শিশির ভেজা ঘাসে ,
রঙিন ফুলের মন মাতানো
                     গন্ধ বাতাসে ।
প্রজাপতি রঙ মেখেছে
                      নতুন প্রেমের নেশায় ,
প্রেমিক যুগল মন বেঁধেছে
                      নব‍্যভ্রমন আশায়
দল বেধেছে  পালে
                      চড়ুইভাতির মাসে ,
চাষির ঘরে পিঠে পুলি
                      নবান্ন উল্লাসে।
খালে বিলে চুনো-পুটি
                      জল সেঁচিলে পাই,
শীত পড়েছে তাই
                      শীতের র‍্যাপার চাই ।।

Previous
Next Post »