শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৬৫) কবিতা : বর্ষ বরণ

বর্ষ বরণ
🙌🙌🙌
শ্যামল মন্ডল
💘💘💘💘
০১/০১/২০১৮
*************
আবোল তাবোল ভাবছি বসে
                          ছোট্ট বেলার কথা ,
খেলনা গুলো হারিয়ে গেছে
                      বলতে পারো কোথা ?                

ছোট্ট বেলার খেলার সাথি
                         আবার ফিরে চাই ,
যদিও বয়স বাড়ছে বটে
                               বুদ্ধি ঘটে নাই ।

কেমন যেন ছন্দ হারা
                           বছর গুলো যায় ,
মন মানে না বলেই আবার
                        তাকেই বলি আয় ।

বছর গুলো যাচ্ছে যত
                      বাড়ছে মনের বোঝ ,
বন্ধু বান্ধব হারিয়ে গেছে
                   দেবে কি কেউ খোঁজ ।

আবার তাদের ফিরে পেলে
                      কাটবে খেলে হেসে ,
নতুন আশায় নতুন বছর
                  তাই তো ফিরে আসে ।

এবার যেন পূরণ হয়
                     মনের সকল আশা ,
সাবার যেন ফিরে আসে
                        ব‍্যর্থ ভালোবাসা ।

খুশির আলোয় ভরে উঠুক
                         ব‍্যাথা ভরা বুক ,
দুঃখ দশা ঘুচিয়ে দিয়ে
                   ভরিয়ে দিয়ে সুখ ।।

Previous
Next Post »