শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৭৩) কবিতা জন্মভূমি মা

জন্মভূমি মা
🌿🌿🌿🌿🌿
শ‍্যামল মন্ডল
🌴🌴🌴🌴🌴
২৫/০১/২০১৮
🌱🌱🌱🌱🌱
তুমি আমার জন্মভূমি
                         তুমি যে আমার মা ,
আঁচল দিলে তুমি আর
                             জন্ম দিলেন মা।
তোমার পায়ে লুটোপুটি
                          কান্না হাসি মেলা ,
দুধের ছেলে খিদে ফেলে
                           বন্ধু সনে খেলা ।
ভুলিনি মা আজো সেদিন
                      তেমনি আছে মনে ,
সুযোগ পেলে বারে বারে
                    মিলবো তোমা সনে।
আমার জন্মভূমি মা
                     বলছে ফিরে আয় ,
আয় রে ফিরে ছোট্ট বেলা
                      থাকবি এসে গাঁয়।
বছর গুলো যাচ্ছে চলে
                        চেষ্টা বিফল হয় ,
শহর ছেড়ে গঞ্জে ফেরা
                        অলিক স্বপ্নময় ।
তবু কেন মন কাঁদে মা
                   তোমার চরণ আশে ,
শেষ জীবনে ঠাঁই দিও মা
                তোমার আঁচল পাশে ।
আমার জন্মভূমি মা
                     বলছে ফিরে আয় ,
আয়রে ফিরে ছোট্ট বেলা
                    থাকবি এসে গাঁয় ।।

Previous
Next Post »