শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৬৬) কবিতা : শীতের পথশিশু

শীতের পথশিশু //শ্যামল মন্ডল
****************************
০৫/০১/২০১৭
ফুটপাতে কঙ্কর শয্যায়
             পথ শিশু হু হু করে কান্নায় ,
শীতকালে শীৎকার জড়তায়
                    কু্ঞ্চন অঙ্কিত ঠান্ডায় ।
ব‍্যথাতুর দুরাশায় বাঁচে সে
                          বাবুদের ভরসায়  ,
রজময় শিশিরের পঙ্কিল
                        আবেশে নিশা যায়।
ছেঁড়া কাঁথা আনমনে
                          থাকে না সে গায় ,
মাতৃক্রোড় ভ্রান্ত বশে
                       বুকে সে আগলায় ।
ক্রিবিণ শয়নে মগন দোসর
                     সবে অতি শীর্ণকায় ,
ভুখা পেট সম্বলে দিন
              গুলো আসে আর যায় ।
সৃষ্টিকারের সৃষ্ট বলেই
                   ফুটপাতে রয়ে যায় ,
শীত গ্রীষ্ম বর্ষা সব একাকার                                   
                   পরিচয় হীনতায়।।

Previous
Next Post »