শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৬৭) কবিতা : শ‍্যামল প্রভাতী

শ‍্যামল প্রভাতী
🌾🌿🌿🌸🌸🌱
শ্যামল মন্ডল
🌾🌿💮💐☘🍀🌴
১২/০১/২০১৮
🌷🌷🌷🌷🌷
মসজিদের আজানে জেগে ওঠে পল্লীবাসি ,
কৃষ্ণ নামে মেতে ওঠে বৈষ্ণবের পদাবলী , 
শ‍্যামল সুন্দর ধরনীর অপরুপ মাধুরী দর্শনে ক্লান্তির হয় অবসান ,
প্রভাতী ঊষার আলোকে চঞ্চল বিহঙ্গের কলতানে নিশা তার নিদ্রা ভাঙ্গে।
আজানের শেষে চাষির কাঁধে লাঙ্গল চলে জোড়া বলদের সাথে ,
ঘরে ঘরে শিশুদের কন্ঠে মাতে ইতিহাস , ভূগোলের পাঠ , বাংলায় জাগে কবিতার আলোড়ন ।
চায়ের দোকানে বাড়ে সমাগম ,
গরম চুমুকে লাগে পেয়ালার চুম্বন ,
বাগিচার ফুলে সুবাস ছড়ায় প্রভাতী আলোয় ।
রুপে গন্ধে প্রেমের জোয়ারে প্লাবিত শ্যামল হৃদয় ,
তপন তাপে ঝলসানো দুটি মন নব মিলনের প্রত‍্যাশায় ফিরে ফিরে আসে গোধুলির সিঁদুর রঙা আবিরের আবেশে ।।

Previous
Next Post »