শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৬৮) কবিতা : বনভোজন

বনভোজন
🐡🐡🐡🐡
শ্যামল মন্ডল
১০/০১/২০১৮
^^^^^^^^^^^^^
চলো যাই বনভোজনে
          পৌষের এই পূর্ণমাসীর রাতে ,
চড়ুইভাতি করবো মোরা
                      ঘুরবো চাঁদনী রাতে।
মাঠের মাঝে বিলের ধারে  খড়-        
            বিচালির সদ্য ছাওয়া ঘরে ,             
দল বেঁধে বন্ধুরা সব
                    মিলবো নদীর চড়ে ।
থাকবে মেনু হাঁসের মাংস
                             সঙ্গে চুনো মাছে ,
বিলের জলে সবাই মিলে
                      চুনো মাছ যে ধরেছে ।
মাংস ভাতে জমবে ভালো
                     থাকবে চুরির হাঁসে ।
নানান পদে রান্না হবে
            পাবো সব্জীক্ষেতের পাশে   ,
চাল ডাল আর মশলা পাতি
                      দেবো সবাই মিলে ,
ফুলকপিতে ডালনা হবে
                        সঙ্গে মুগের ডালে ।
আমার গাঁয়ের চড়ুইভাতি
                          খরচা কিছুই নাই ,
বিনা পয়সার বনভোজনে
                        তোমার আশা চাই ।।

Previous
Next Post »