শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৭০) কবিতা : বীণাপানি পূজা

বীণাপানি পূজা
👫👫👫👫👫
শ‍্যামল মন্ডল
👸👸👸👸
১৭/০১/২০১৮
*************
পলাশে রং ধরেছে লাল পলাশের বনে ,
বীনাতে তান উঠেছে ছাত্র ছাত্রী মনে ।
শ্বেতবসনা মায়ের পূজায় থাকবে সবাই মেতে ,
শ্বেতবসনে সাজবে সবাই মায়ের আশিষ পেতে ।
খুব সকালে ফুল তুলতে পরের বাগানে ,
কেউ আবার তুলবে ফুল পলাশ বাগানে ।
শীতের ভোরে হলুদ মেখে , স্নান শেষে ,
বীণাপানি মায়ের পূজোয় থাকবে উপোসে ।
ফুলের ডালি সাজিয়ে নিয়ে শুভ্র বসনে ,
দোয়াত কলম কালি , রাখবে মাতৃ চরণে ।
স্লেট খড়ি পেন্সিলে নতুন হাতে খড়িতে ,
সাঙ্গ হবে পূজা , অঞ্জলী আর প্রসাদে ।
মন্ডপ হতে মন্ডপে , গলি হতে গলিতে ,
কার্তিক রুপে কিশোর আর  কিশোরী বীণাপানিতে ।
যেন ভাই বোনেতে রুপ ধরেছে হাজার ,
সবাই বাঁধে প্রেমের বাঁধন সখ‍্যতারই বাহার ।।

Previous
Next Post »