শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৭১) কবিতা : বহুরুপী

বহুরুপী
👿👿👿
শ‍্যামল মন্ডল
👹👹👹👹
২১/০১/২০১৮
*************
আমি বহুরুপী আমি গিরগিটি ,    
                           যেমন খূশি সাজি ,
পেটের দায়ে রঙ বদলাই ,
                         পরের দোরে গজি ।
দেব দেবী আর রাজা বাদশা ,
                                 রাবণ হনুমান ,
আমার কাছে সবাই যেন
                                জ‍্যান্ত ভগবান ।
আদপ কায়দা , সাজ পোষাকে      
                          রুপের বদল করি ,
সারাটা দিন পথে পথে ,
                       রাতে বাসায় ফিরি ।
ছোট্ট ছোট্ট ছড়ায় বেঁধে
                          বেসুরো গান গাই ,
বহুরুপে নাচ দেখিয়ে
                         খুঁচরো কিছু পাই ।
তাতে কি আর সংসার চলে ?
                        উপায় কিছুই নাই ,
বাপ দাদাদের শিল্প কর্ম
                      ছাড়তে পারি নাই ।।
শুনছে নাকি বাবুরা সব
                        বহুরুপী রঙ ধরে ,
লাখ ছাড়িয়ে কোটি কোটিতে       
               বেহিসেবি কামাই করে ।
কয়েক বারের চেষ্টাতেও দেখি
                       শুন‍্য পেলাম শেষে ,
বাহ‍্যেতে নয় থাকেন তারা
                          মনের ছদ্মবেশে ।
কাজ নাই বাপু অমন শিক্ষার
                          থুড়ি বালাই ষাট ,
যেমন আছে তেমনই থাকুক ,
            আমার বাহ‍্যরুপের ঠাট।।

Previous
Next Post »