শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৭২) কবিতা : ভয়

ভুত
😱😱
শ‍্যামল মন্ডল
👹👹👹👹👹
২৪/০১/২০১৮
👾👾👾👾👾
ছাতিম গাছে ভুত দেখেছে
                      পাড়ার খগেন খুড়ো ,
কাঁপছে ভয়ে যোয়ান মরদ
                    কাঁপছে সকল বুড়ো ।
ভূতের নাকি বিশাল দেহ
                               মস্ত বড় হাত ,
বাগে যারে পাবে তারে
                      করবে কূপোকাত ।
রাতের বেলা পাড়ার লোকে
                      শোনে নানান শব্দ ,
ভূতের ভয়ে ত্রস্ত সবাই
                    কেমনে করে জব্দ ।
বরাত জোরে খগেন খুড়ো
                 পালিয়ে সেদিন বাঁচে ,
জানতে পেরে পাড়ার লোকে
                   গুণীন কোথা যাঁচে ।
ফাজিল কজন বন্ধু মিলে
                   ফন্দি ফিকির করে ,
ডজন খানেক হ‍্যাজাক বাতি
                আনল যোগার করে ।
সন্ধ‍্যা হতেই ছাতিম গাছে
                   হ‍্যাজাক বাতি দিল ,
পাড়ার সবাই ভূত দেখতে
                        দলে দলে এল ।
হঠাৎ গাছে শব্দ হতে
               দেখলো সবাই ত্রাসে ,
মস্ত বড় দুইটি পেঁচা
                 ডালের উপর বসে ।।

Previous
Next Post »