শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

১৩) কবিতা : দুর্দশা

দুর্দশা
*****
শ্যামল মন্ডল
------------------
গা টা কেন জানি ম্যাজ ম্যাজ করছে ,
বাইরে হালকা হালকা শীতল হাওয়া বইছে ।
গেঞ্জিটাও যদি থাকতো নিশ্চয়ই কাজে লাগতো !
ছিল একটা ফুটোফাটা,
দিয়েছি ফেলে বুলিয়ে ঝাঁটা।
নতুন একটা দরকার, টাকা দেয়নি সরকার।
এটিএম নিয়ে বেবাক ঘুরে,
খালি হাতে এলাম ফিরে ।
ভূল করেছি গেঞ্জি ফেলে,
অমন সুযোগ আর কি মেলে!
এখন আমার বেহাল দশা,
যেমন ঠান্ডা তেমন মশা ।
মশারীটা কেনার ছিল, নগদ যা ছিল খেতেই গেল ।
ভাবতে এখন ভীষণ ভয় ,
সকাল সকাল কি যে হয় ।
কাজে গেলে হাজিরা মেলে ,
এটিএম গেলে কপাল জোরে পয়সা মেলে।
দুদিক দিয়েই সাঁড়াশি, কেমন করে কাটাই নিশি ।।  

Previous
Next Post »