শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

২৯) কবিতা : পাততাড়ি

পাততাড়ি
🐆🐆🐆🐆
শ্যামল মন্ডল
^^^^^^^^^^^^
ইং ১৭/১০/২০১৭
¤¤¤¤¤¤¤¤¤¤¤
হরেক রকম  পসরা নিয়ে সাজিয়ে বসে আছি ,
কারও নজর নেই যে তবু তাড়াই বসে মাছি ।
হরেক কিসিম পসরা   সবই বেচতে হবে তাই,
দামের বেলায় সস্তা হবে সামনে লেখা তাই ।
ফুটপাতে মোর দোকান খানি আসা যাওয়ার মাঝ ,
সস্তা দামে বেচতে হবে পণ করেছি  আজ ।
বাবুরা সব বলে গেছে ,   ছাড়তে হবে পথ ,
রাতের বেলা বুলডোজারে ভাঙবে এসে সব ।
ধনীর দুলাল নইগো আমি ব্যবসা করে খাই ,
তাড়াই মাছি ভাবছি বসি এবার কোথা যাই! !

Previous
Next Post »