শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

২৮) কবিতা : পথিকবর

পথিকবর
🏠🏠🏠🏠
শ্যামল মন্ডল
🏄🏄🏄🏄🏄
ইং ১৬/১০/২০১৭
☆☆☆☆☆☆☆☆
শত দুঃখ চেপে রাখা হৃদের  আস্থা হারিয়ে যাওয়া রথ,
শত পথ পাড়ি দিয়ে ক্লান্ত পথিক খুঁজে ফেরে পথ ।
দিশাহীন জীবনের পাদপ্রান্তে পৌঁছে বিলম্বিত ভাবনা  ,

হিসাবের গড়মিল শোধরানো বাকি ।
স্থবির দেহখানি সবাই ফেলনা ভাবে ,
রিক্ত নিঃস্ব পথিক  অস্থিচর্মসার ,
ভগ্ন হৃদয়ে তার অবারিত দ্বার ।
একদিন ছিল যার নিত্যসঙ্গী রঙিন প্রজাপতি , ছেড়ে গেছে সবে ,
কালের নিয়মে সবাই ধরেছে নিজ নিজ পথ ।
তোমাকে তো একাই যেতে হবে পথিকবর !!

Previous
Next Post »