শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৩৫) কবিতা : সুউপায়

সুউপায়
👌👌👌
শ্যামল মন্ডল
☆☆☆☆☆☆
ইং -08/10/2017
জিলিপির  ওই আড়াই প্যাচে
খুজতে থাকি মোরা,
রসের নাগাল কি করে পাই
ভাবতে ভাবতে সাড়া ।
সুযোগ বুঝে ময়রা মশাই
বানিয়ে দিলেন এমন মিঠাই,
তেলে পোকার মতো সবাই
নিংড়ানো রস খাই
আসল রসের মজা নিয়ে
নেতা হলেন রাজা,
বিস্বাদ নিয়ে বাধ্য হয়ে
খাই যে তেলে ভাজা ।
ময়রা মশাই পয়সা নিয়ে
দিলেন রাজাকে,

আইনের শাসন ফিরে  আসুক
সেই  আশাতে ।
রাজা মশাই ভীষন খুশি
বুদ্ধি দিলেন তাকে ,
জিলিপি ভাজ্ কড়া পাকে
গন্ধ  আসুক নাকে ।
চিনি তে  তোর খরচা বেজায়
মিলিয়ে  স্যাকারিন,
চিন্তা কিসের করিস রে তুই
থাকতে হাতে  আইন
মুত্র রোগে কাতর বলেই
বুদ্ধি দিলাম তোরে,
লাভের  অংশ আমায় দিয়ে
চিন্তা রাখিস দুরে ।।

Previous
Next Post »