শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৩৩) কবিতা : আমার নারীত্ব

আমার নারীত্ব
🍀🍀🍀🍀🍀
শ্যামল মন্ডল
🌱🌱🌱🌱🌱
২১/১০/২০১৭
^^^^^^^^^^^^^
আমার নারীত্ব ন্যুনতম স্বাধীনতা চায়, আজকের নয় এ যে  হাজার বছরের অভিপ্রায় ।
কবে দেবে মুক্তির স্বাদ ? সে কি মরণের পরে ? অবগুণ্ঠিত ভূলুণ্ঠিত যুগে যুগে শোষিত কেন এ জীবন ? আমি নারী হয়ে জন্মেছি শুধু মাত্র  এই অপরাধ ? তবে কেন জন্ম নাও মাতৃগর্ভে ?
যদি  এতই গর্ব ! তবে ঘোষণা করো নারী বর্জিত সমাজ ,
নয় তো ফিরিয়ে দাও ন্যূনতম স্বাধীনতা ।

Previous
Next Post »