কাজের মাসি
💔💔💔💔💔
শ্যামল মন্ডল
✊✊✊✊✊
ইং -01/10/2017
☆☆☆☆☆☆☆☆
ও মাসি তুই ভুল করেছিস ,
কাদের সাথে পাত পেতেছিস ? গরীব হয়ে ধনীর শিশুর লালন-পালন করিস ,
খিদের সময় মুখে খাবার তুই তো তুলে ধরিস।
বাসন মাজা কাপড় কাচা সকল কাজই করিস।
শিশুর মূখের মা মা ডাকে ত্রস্ত হয়ে থাকিস ,
শিশুর মূখে মাসি ডাকে তুই তো সাড়া দিস।
ভাবতে পারিস সেই শিশুটির বড়লোকি চাল,
কাজের মাসি রয়েই গেলি বদলে পেলি গাল।
জন্ম ওদের জমিদারে গর্ব বেশি তাই ,
গেছেই ভুলে শেষ বয়সে হতেই হবে ছাই,
ওরা যে লাটসাহেব আর বাবুবেশি,
তাই তো ওদের কদর বেশি, তুই যে কাজের মাসি।
তোদের কোলেই মানুষ হয়ে লজ্জা ওদের তাই ,
ওসব লাটসাহেবের জাত ভাই ।।