শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৩০) কবিতা : আমি নারী

আমি নারী
🐜🐜🐜🐜
শ্যামল মন্ডল
^^^^^^^^^^^^
ইং ১৯/১০/২০১৭
☆☆☆☆☆☆☆☆
আমি নারী - জন্ম ক্ষণে লেখা হয়ে গেছে জীবনের ধারাপাত ,
লাঞ্ছিত হতে হবে নিরবে বইবে অশ্রুপাত ।
আমি নারী -তাই তো লজ্জা নারীর ভূষণ ,
অঙ্গে বারো হাত পরিধান তবুও পাইনা  পরিত্রাণ ।
আমি নারী -
তাই লজ্জার আভরণে থাকি বাঁচাতে  ইজ্জত মান সম্মান ,
পুরুষের তাতে কিবা  আসে যায় ।
আমি নারী -
তাই রেখেছো করে দুর্বল,
আমি নারী -
তাই পুরুষের লালসার শিকার ,
আমি নারী -
তাই তো ধর্ষিতা ই বার বার। 
আমি নারী -
তাই অকালে দিয়ে যাই জীবনের বলিদান।।

Previous
Next Post »