শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

২১) কবিতা : কারিগর (মধুকর)

কারিগর
*********
শ্যামল মন্ডল
------------------
ইং -24/09/2017
☆☆☆☆☆☆

কর্ম মোদের পরম ধর্ম
                     কর্ম করে যাই,
পূজা পার্বণ যতই  আসুক  
                     ভাগ্যের লেখা নাই

থাকি মোরা দেশ বিদেশে
                     গড়তে শিল্পায়ন,
দেশের রক্ষা  করেন সেনা
                     রেখে হাতে জীবন

দিন গুলো সব এগিয়ে চলে
                     সময় সঙ্গে নিয়ে ,
আমরা শুধু শিল্প গড়ি
                     সংসার ত্যাগী হয়ে ।

মগজে নাই ছুটির বালাই
                     কর্ম সনে যুঝি ,
গড়ছি শিল্প দেশের তরে
                     সেই কথাটাই বুঝি ।

সকাল হলেই বেরিয়ে পড়ি
                      কর্মচারীর সাজে,
চৌহদ্দির  ওই বেড়ার  মাঝে
                      নিবেশ করি কাজে ।

মোদের জীবন  যেতেই পারে
                       তিলমাত্র ভুলে,
নিজ সুরক্ষা নিজেই করি 
                       জলদি শিকেয় তুলে ।। 

 

Previous
Next Post »