স্ফুলিঙ্গ
******
শ্যামল মন্ডল
------------------
গগনে আজি ঘনিতেছে মেঘ,
করিছে নিনাদ ঝরঝর ঝরিবার নাই মন বাসনা ।
সমুখ ধাবিয়া বারুদ ঝরিবে বহিবে রক্তের ধারা,
অশনির ন্যায় গগন ভেদিবে হইবে জীবের যাতনা ।
জীবনের তরে ভাবিবে কেবা করিবে কাহার চিন্তন ,
আহরিতে ধন ভুলিছে জাতি নিকটে তাহার আসিছে মরণ।
সে সব ভুলিয়া আছি যে মাতিয়া ,
জাতেরে আগলি বিজাতে ফেলিয়া । অপরে বধিয়া করিব বিরাজ,
না হবে কাহারো তিলসম লাজ ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)