শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

১৯) কবিতা : পেট গরম

পেট গরম
*********
শ্যামল মন্ডল
------------------
পেট কেন যে নরম হয়!
সবাই বলে গরম হয়।
সে যে যা বলুক লোকে,
বসে আছি দাস্ত শোকে।
তল পেটেতে দিচ্ছে কামড়
বুঝতে পারি আমাশা,
বারে বারে বাথরুমে যাই তাইতো
আমার কাহিল দশা।
ঠায় দুপুরে বদ্যি কোথা পাই•••
মনের দুখে হালকা গরম নুন চিনি জল খাই ।

Previous
Next Post »