শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

১০) কবিতা : মহীয়সী

মহীয়সী
*******
শ্যামল মন্ডল
------------------
শোন শোন ওহে পুরুষ জাতি ,
কতকাল  আর দলন করে যাবে?
ভুলে যাও কেন ?
নারীতেই জন্ম তোমার ,
ভূলে গেছ শৈশব ? মাতৃদুগ্ধ মিষ্ট স্বাদ ?
আমার রুপ সর্বব্যাপী , দশভুজা  আমি ।
ভুলে যাও কেন?নারীতেই লালিত হয়ে তাকেই করো শোষণ,
সেই নারী চায় যদি পুরুষেরে করিবে বর্জন ।।

Previous
Next Post »