শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

২৫) কবিতা : প্রেম কাঞ্চন

প্রেম কাঞ্চন
💖💖💖💖
শ্যামল মন্ডল
☆☆☆☆☆☆
ইং -08/10/2017

এখনও বুঝিনাই প্রেম কাহারে কয়!
সবেতেই স্বার্থ দেখি পুতিগন্ধময় ।
স্বার্থ হীন জীবন ব্যর্থ সর্বনাশের পরমার্থ,

শিশুর স্বার্থ পিতা মাতায়,
তাদের স্বার্থ সন্তানে,
শৈশবের স্বার্থ দেখি কিতাবে আর ময়দানে ।
যৌবনেরই স্বার্থ দেখি আড্ডা বাজি গুলতানে ,
প্রেমিক যুগল ঘুরছে  আবার জনবিরল ময়দানে ।
প্রেম সাগরে ভাসিয়ে তরী স্বার্থ তবু যায়না,  
বাঁচতে গেলে লাগবে কড়ি আসবে নতুন বায়না ।
স্বার্থের কোন শেষ দেখিনা বাড়িয়ে চলে আশা,
স্বার্থ নিয়েই চলবে জীবন স্বার্থই ভালোবাসা ।।

Previous
Next Post »