শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

১১) কবিতা : বানভাসি

বানভাসি
********
শ্যামল মন্ডল
------------------
বানের জলে ভাসিয়ে গ্রাম,
পূর্ণ করলে মনস্কাম ।
বানভাসি  ওই জীবের দশা,
দেখার তোমার বড়ই আশা!
দেখবে এসো ধরাতলে,
জীবন মরণ ভাসছে জলে ।
মানুষ তবু পালিয়ে বাঁচে,
অন্য জীব যে মরণ ফাঁদে ।
অন্ধ বধির হয়ে তুমি,
ডুবিয়ে দিলে চাষার জমি।
হাঁস-মোরগের চালায় ঠেক ,
সাপ ছেড়েছে শিকার ভেক ।
তাবুর নিচে বানভাসি সবে,
খিদের জ্বালায় চিড়ে খাবে।
রান্না বান্না হবে না যে,
বরষা জলে সবই ভিজে ।।

Previous
Next Post »