শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৮) কবিতা : গন্তব্য

গন্তব্য
*****
শ্যামল মন্ডল
------------------
একা একা চলেছি যাত্রা শেষের পথে, কেউ কি নেই এমন , যে যাবে আমার সাথে !
সবই রয়ে গেছে অধরা ,
যা হয়নি কখনও শুরু করা ।
হয়তো  আরও কিছু কাল সময় রয়েছে বাকি ,
হয়তো কখন হারিয়ে যাব ভেবে নিও সবে।
দেখ দেখি বলা নেই, কওয়া নেই, সবুরের মেওয়া নেই, সবারে কেমন দিয়াছে ফাঁকি ।
তাই যদি ভাবো হবে কাল্পনিক ভালোবাসার ছল,
কতকাল তো কাটিয়ে দিলাম তোমাদের সাথে, কখনও কি মুছিয়ে  দিয়েছ আখি ভরা জল ?
জীবনের পথে পথে অনেক পেয়েছি দাঁড়িকমা ছেদ বিচ্ছেদ ,
রাখি নাই তাই কোটরে কোন ভেদাভেদ ব্যথা ভরা খেদ ।
একা একা চলেছি মনোবাঞ্ছার পথে
কেউ হবেনা সাথী শেষের যাত্রা পথে ।।

Previous
Next Post »