শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

২০) কবিতা : বন্ধু (মধুকর)

বন্ধু
***
শ্যামল মন্ডল
------------------
ইং 17/09/2017
♡♡♡♡♡♡♡♡♡
ইচ্ছে ডানায় ভেসে গিয়ে লিখতে বসে কবিতা,
মন চলে যায় দুর দেশেতে দিচ্ছে মধুর বারতা।
বন্ধু বিহীন জীবন গহীন তাইতো ছিলেম পরাধীন,
এবার যদি বন্ধু মেলে সেই কারনে হলেম নবীন।
ঘুরছি  একা দিক-বিদিকে  বন্ধু কোথা পাই,
যেদিক তাকাই শুন্য সেদিক বন্ধু কোথাও নাই ।
স্বার্থ নিয়ে চলছে সবাই ঝগড়া  অকারণ,
শুন্য মনে তাপ গগনে শুষ্ক  এ জীবন ।
সবাই দেখি বন্ধু খোঁজে বন্ধু নিয়ে জল্পনা,
কবি লেখেন কবিতা করছি  আমি কল্পনা ।।

Previous
Next Post »