শরতের শেষ
💃💃💃💃💃
শ্যামল মন্ডল
👇👇👇👇👇
ইং - 05/10/2017
বর্ষা শরৎ পেরিয়ে গেল শীতের আমেজ নাই,
শরৎ শীতের মাঝে রাখা হেমন্তেরই ঠাঁই , সে তো হারিয়ে গেছে ভাই ।
হালকা শিশির আলোক ছটা ঘাসের দেখা নাই,
এ যে দূষণ দোষের বিষ করালে নাশের দিশা ভাই ।
খেজুর রসের মিষ্টি সুধা পান ,
নলেন গুড়ের প্রাণ জুড়ানো ঘ্রাণ।
শরৎ শেষে হেমন্তের ওই শান্ত সলিল রাশি,
মিষ্টি রোদের কনক ঝরা হাসি ।
নলেন গুড়ের পায়েস খাওয়া বাসি ,
সবার মূখে ঝড়তো খুশির হাসি ।
সেদিন কেন আর আসে না কেউ কি ভেবেছি ,
ছয় এ ঋতু আমরা কেন ভুলতে বসেছি!
হেমন্তের আর দোষ কি বল ?
আমাদেরই দায় , শিউলি কাশের আভরণে শরতের বিদায় ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)