শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৩১) কবিতা : ধর্ম ভাই

ধর্ম ভাই
♨♨♨
শ্যামল মন্ডল
💚💚💚💚💚
ইং  ২০/১০/২০১৭
^^^^^^^^^^^^^^^^^
আমার কর্ম আমি করি তোমার তাতে কি?
জাত-বেজেতের বর্ম দুরে ছুড়ে ফেলেছি ।
মানুষ হয়ে মানব ধর্ম বেছে নিয়েছি ,  বস্ত্ৰহীন আর জীর্ণদীনের খবর রাখো কি ?
ধর্ম নিয়ে বড়াই করো লজ্জা লাগে কি ?
মরছে কারা মরার আগে খবর রাখো কি ?
আমার কর্ম  আমি করি তোমার তাতে কি ?
এদেশ তোমার এদেশ আমার বিভেদ আছে কি ?
একের ঘরে  অন্যে আগুন কেমনে জ্বালায় ভাই ,
ধর্মহীন বলেই ওদের দয়ামায়া নাই ।
ধর্ম নিয়ে বিভেদ কেন লড়ছে জাতে জাতে,
সকল ধর্মে শান্তির বাণী নজর লাগাও তাতে ।।

Previous
Next Post »