শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

১৪) কবিতা : বেকার

বেকার
******
শ্যামল মন্ডল
🙏🙏🙏🙏🙏
বেকার যুবক চাকরী খোঁজে চাকরী-বাকরি নাই,
চাকরী যাহার আছে তাহার নিশ্চয়তা নাই, কেমন যেন গোলক ধাঁধা পথের দিশা নাই । ডিগ্রিধারী হলেও তবু কোথাও চাকরী জোটে ,
ডিগ্রি করতে মেধাবী চাই নয়তো কড়ি ঘটে । গরিবী যদি সঙ্গে থাকে কোন চিন্তা নাই , গরিব ঘরের যুবক তুমি ডিগ্রি স্বপ্ন ছাই।।

Previous
Next Post »