শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

২৬) কবিতা : প্রশংসা

প্রশংসা
■■♤■■
শ্যামল মন্ডল
☆☆☆☆☆☆
ইং - 12/10/2017
-------------------------
নিজের নামে শংসা
শুনতে লাগে বেশ,
অবোধ মনের আশা
কাটবে দুদিন বেশ।
যতই কর বনিবনা
গুজব ঘাড়ে চেপে ,
শান্তি মনে থাকবেনা
বলবে কথা মেপে।
সুযোগ বুঝে সুবিধাভোগী
তত্ত্ব তলাশ নেবে,
করতে তোমায় যোগী
সব ছিনিয়ে নেবে।
সকল বাঁধা কাটিয়ে
এগিয়ে যেতে হবে,
উত্তরণের সিঁড়ি বেয়ে
দিশায় পৌছে যাবে ।
শংসা পেতে বলো
কার না ভালো লাগে ,
সজীব হয়ে চলো
থাকবে সবার আগে ।
করলে ভালো কাজ
দুঃখ ভুলে যাবে,
লাগবে নাকো লাজ
শংসা সদাই পাবে ।।

Previous
Next Post »