শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বরষার আহ্বান

বরষার আহ্বান
**************
শ‍্যামল মন্ডল
*************
আহা হা কী মজা ঝিরিঝিরি বরষায় ,
হৃদয়ের'ও বন‍্যা প্রেমময় বারতায় ,
পলে অনুপলে শাওন ধারায় ।

ঋতু গেছে কতো সারা বছরের সাথে ,
এসো নব রূপে ঘন বরষার রাতে ,
স্বপনের সাথে হৃদয় হারায় ।
চাতকের ডাকে সাড়া দিয়েছে যে বারি ,
সেই মধু সু্রে এসো ফিরে তাড়াতাড়ি ,
পথ চেয়ে আছি তোমার'ই আশায় ।
সেই দিন বুঝি আজ এলো কাছাকাছি ,
তুমি আমি দুজনায় ব'সে পাশাপাশি,
আঁকবো ছবি তোমার নয়ন তারায় ।

-শ‍্যামল মন্ডল

Previous
Next Post »