শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শরৎ শীতে

শরৎ শীতে
**********
শ‍্যামল মন্ডল
************
শরৎ শরৎ শীতের পরশ
                       লাগলো সবার মনে ,
হাসের পালক দুলছে হাওয়ায়
                         স্নিগ্ধ কাশের বনে ।
সকাল হতে'ই সূর্য ওঠে
              ছড়িয়ে আলোক-জ‍্যোতি ,
শিশির ভেজা ঘাসের ডগায়
                     জ্বলছে হীরে-মোতি ।
মাতাল করা শীতল বায়ু
                     নামছে পাহাড় বেয়ে ,
ফুলের বাগান রূপ বাহারী
                     ফুলে'ই গেছে ছেয়ে ।
দেশ বিদেশের বাউল পাখি
                        আসছে দলে দলে ,
শাপলা শালুক পদ্ম কুঁড়ি
                   ভাসছে কালো জলে ।
আকাশে ঐ মেঘ বালিকা
                       জড়িয়ে তুলো গায় ,
দেশ হতে দেশ-দেশান্তরে
                          আপন মনে যায় ।
  -শ‍্যামল মন্ডল

Previous
Next Post »