শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

পথের টানে

পথের টানে
***********
শ‍্যামল মন্ডল
*************
আমি এই পথ বেয়ে যাই পথের টানে ,
গুণগুণিয়ে গান গেয়ে যাই আপন মনে,
না আছে সুর না আছে তাল  চলছি শুধু টালমাটালে  ,
আমি এই পথ বেয়ে যাই পথের টানে।

চলার পথে সঙ্গী তো আর কেউ হলোনা ,
হৃদয়'কে তাই বলছি খুলে মন বাসনা ,
চলার পথে যা দেখা যায় সব ছলনার নেই তো মানে ।
আমি এই পথ বেয়ে যাই পথের টানে ।

চুম্বকের'ই মতো এ পথ টানছে আমায় ,
পিছন ফিরে নেই তাকানোর একটু সময় ,
যা আছে তা থাকবে পড়ে চাই বো না আর সেদিক পানে ,
আমি এই পথ বেয়ে যাই পথের টানে ।

পথ'টা বুঝি সাগর পাড়ে যাবেই থেমে ,
শেষের বেলায়  সূর্য ডুবে রাত্রি নেমে ,
পাড়ের কড়ি সঙ্গে যে নাই গা ভাসাবো কৃষ্ণ নামে ,
আমি এই পথ বেয়ে যাই পথের টানে ।।

Previous
Next Post »