শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

সেই যে ছোটবেলা

সেই যে ছোটবেলা
*****************
শ‍্যামল মন্ডল
*************
সেই যে ছোটবেলা ,
থাকতো ওরা আপন-ভোলা
খেলতো নানা খেলা ।
বাড়লো যখন বেলা ,
জানতো না'তো বড় হলে মিলবে অবহেলা ।
সেই যে জলে কাদায় ,
চলতো খেলা মিলে-মিশে চড়তো খুশির ভেলায় ।
পড়ার ছুটির বেলায় ,
বৃষ্টি হলে ঢাকতো মাথা বনের কচু পাতায় ।
সেই যে খেলার ছলে ,
ভরা গাঙে ডুব সাঁতারে সময় যেতো চলে ।
সেই যে পুকুর জলে ,
আদুল গায়ে যে-যার মতো নামতো দলে-দলে ।
সেই যে মাঠের ধারে ,
চলতো খেলা ছেলে-মেয়ে কে-জেতে কে-হারে ।
সেই যে পথের ধারে ,
মগডালে'তে ঝুলতে থাকা আম গুলো কে পাড়ে ।
পৌষালীর'ই বনভোজনে ,
কী মজা যে হ'তো রান্না হ'তো বনে ।
চাঁদনী রাতের সনে ,
জ্বালিয়ে জোনাক বাতি খেলতো আপন মনে ।

-শ‍্যামল মন্ডল

Previous
Next Post »