শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

সংরক্ষণ

সংরক্ষণ
********
শ‍্যামল মন্ডল
***********
সংরক্ষণের নাই প্রয়োজন
                     জাত'কে তুলে ধরে  ,
দিন মজুরে জাত নিয়ে ভাই
                      বাঁচবে কেমন করে।
সংরক্ষণে রাখতে হলে
                         তাদের জন‍্য চাই ,
যাদের ঘরে অন্ন ছাড়া
                      অন‍্য যোগান নাই ।
ধনীর ঘরের পড়ার খরচ
                           লক্ষ টাকা হয় ,
গরিব ছেলের মনের স্বপ্ন
                  বুকের মাঝে'ই রয় ।
চলছে সমাজ টাকার জোরে
                      গরিব ধনী ভেদে ,
জাত সেখানে কী এসে যায়
              গরিব যে যায় কেঁদে ।
বেসরকারি ডিগ্রি পাওয়া
                   খুবই সোজা ভাই ,
মগজ থাকা নাই প্রয়োজন
                   কয়েক লক্ষ চাই ।

Previous
Next Post »