শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ছাটাই

ছাটাই
*****
শ‍্যামল মন্ডল
*************
২২/০৮/২০১৯
************
কাজ হারানো কর্মচারী
                     খুঁজছে নতুন কাজ ,
কোথায় গেল সুখের ফানুস
                    আচ্ছে দিনের রাজ !
চলছে ছাটাই কলকারখানায়
                         বন্ধ ব‍্যবসাপাতি ,
জাত-বিজাতের গল্প দিয়ে
                জ্বলছে মোমের বাতি ।
কার ঘরে যে বন্ধ চূলা
                         সকাল যেন সন্ধে ,
ঘরের ভাড়া পড়লে বাকি
                    বাড়িওয়ালাও ধন্দে ।
লেখাপড়ার খরচাপাতি
                  যোগান দেওয়া'ই দায় ,
সদ‍্য বেকার ধার-দেনাতে
                     তাই তো ডুবে যায় ।
বাজার মূল‍্য তড়তড়িয়ে
                    চাইছে আকাশ ছুঁতে ,
সেই খুশিতে মত্ত সবাই
                   ফুলছে ফানুস ফুঁ'তে ।
- শ‍্যামল মন্ডল

Previous
Next Post »