শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

স্টেশনের রানু দিদি

স্টেশনের রানু দিদি
******************
শ‍্যামল মন্ডল
************
স্টেশনের রানু দিদি
           না হয় ভিক্ষা করেই খেত ,
নাকি রাত-বিরেতে করতে চুরি    
                    লোকের ঘরে যেত ?
কন্ঠ'তো তাঁর জন্ম হতেই
               কোকিল কন্ঠীই আছে ,
গান শুনিয়ে হাত দুটি তাই
            পাত'তো লোকের কাছে ।
ঈশ্বরের দূত কিংবা চাকর
                          হঠাৎ উদয় হয়ে ,
পরশমণির এক ছোঁয়াতে
                     সুরেই গেলেন বয়ে ।
সেই রানুদি অতিসাধারন
                           উচ্চ শিক্ষা হীন ,
সুরের ভেলায় ভাসছে ভারত
                           তবুও রানু দীন ।
কারন'টাতো আর কিছু নয়
                             বুদ্ধি শুদ্ধি কম ,
সাংবাদিকের জবাব দিতে
                     নেই যে মোটেও দম ।
-শ‍্যামল মন্ডল

Previous
Next Post »